অবতক খবর,১৩ সেপ্টেম্বর: নৈহাটিতে গত ৮ ই সেপ্টেম্বর আর জিকরে ঘটনায় তিলোত্তমার নিশংসভাবে ধর্ষণ ও খুন করার সুবিচারের দাবিতে স্বপ্নবিথি পার্ক থেকে শুরু হওয়া আটটি স্কুলের প্রাক্তনীদের তরফ থেকে হওয়া সাধারণ নাগরিক মিছিলে দুষ্কৃতীদের হামলার ঘটনায় প্রতিবাদে আজ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে প্রতিবাদ মিছিলের ডাক দেওয়া হয়।

এই প্রতিবাদ মিছিলটি নৈহাটির বড়মার মন্দির থেকে শুরু হয়ে গৌরীপুর চৌমাথায় শেষ হয়। যাতে এই প্রতিবাদ মিছিলে কোন অশান্তির সৃষ্টি নয় তার জন্য পর্যাপ্ত পরিমাণে পুলিশ প্রশাসনের তরফ থেকে নিশ্চিত্ত সুবন্দোবস্ত নেওয়া হয়েছিল।

আজকের এই প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন চাকদহের বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষ, কল্যাণীর বিধায়ক অম্বিকা রায়, প্রাক্তন সাংসদ অর্জুন সিং,রাজ্য বিজেপি মহিলা মোর্চার সভানেত্রী ফাল্গুনী পাত্র জেলা সভাপতি মনোজ বন্দ্যোপাধ্যায় সহ একাধিক নেতৃত্ব। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানান নৈহাটিতে হামলার প্রসঙ্গে পুলিশ কমিশনারেট এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুমকি দেন। তার পাশাপাশি সাংসদ পার্থ ভৌমিক সহ পৌরপ্রধান অশোক চট্টোপাধ্যায়কে কটাক্ষ করতে ছাড়লেন না।