অবতক খবর,২ ফেব্রুয়ারী : নৈহাটিতে তৃণমূল কংগ্রেস কর্মী সন্তোষ যাদবের খুনের পরবর্তীকালে নৈহাটি গৌরীপুর অঞ্চলে বেছে বেছে বিজেপি কর্মীদের বাড়ি ভাঙচুরের পাশাপাশি অগ্নিসংযোগ করা হয়। শুধুমাত্র ভাঙচুর নয়, গরিফা সিং ভবনটিকেও আগুন লাগিয়ে দেওয়া হয়। আর এই সিং ভবনটির থেকে গত লোকসভা ও বিধানসভার নির্বাচনে ব্যবহার করেছিল বিজেপি। রবিবার নৈহাটি গৌরীপুর অঞ্চলে বিজেপি কর্মীদের বাড়িসহ দলীয় কার্যালয় ভাঙচুর অগ্নি সংযোগের ঘটনার পরিদর্শনে আসেন কেন্দ্রীয় মন্ত্রী তথা রাজ্য বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।
সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার জানান তাদের দলীয় কার্যালয়টি পুড়িয়ে দেওয়ার পর পুলিশ এখনো পর্যন্ত এনকোয়ারি করতেই আসেনি। তার পাশাপাশি শাসকদলের তরফ থেকে যে জনরোষের কথা বলা হয়েছে তা উড়িয়ে দিয়ে ভাড়াকরারোস বলে আখ্যা দেন সুকান্তবাবু ।
প্রাক্তন পুলিশ কমিশনার অলক রাজারিয়া এই খুনের ঘটনাটি ব্যক্তিগত আক্রোশের ফলে হয়েছে বলে যে দাবি করেছেন তার সিলমোহর দেন সুকান্ত বাবু। অপরদিকে প্রাক্তন সাংসদ অর্জুন সিং জানান নতুন সিপি আসাতে তৃণমূল কংগ্রেস কর্মীরা ওয়েলকাম ঠাকুর বলে ফেসবুকে পোস্ট করছে। যদিও এই খুনের পেছনে কোন রাজনৈতিক কারণ নেই। তৃণমূল কংগ্রেসের একটা গুন্ডা আর একটা গুন্ডাকে মেরেছে বলে দাবি করেন প্রাক্তন সাংসদ।