অবতক খবর, হুগলীঃ নৈহাটির বাজি বিস্ফোরণে ইতিমধ্যেই ক্ষতিগ্রস্ত বাড়ির মালিকদের হাতে খতিপূরণের চেক তুলে দিয়েছে রাজ্য সরকার। এবার নৈহাটির গঙ্গার পাড়ে বাজি বিস্ফোরণ ঘটনায় ক্ষতিপূরণের অর্থ তুলে দেওয়া হল চুঁচড়ার ক্ষতিগ্রস্ত বাড়ির মালিকদের হাতে । হুগলী জেলার চুঁচুড়ার গঙ্গার পাড়ে অবস্থিত প্রায় ৫০০ ক্ষতিগ্রস্ত বাড়ীর মালিকদের হাতে রাজ্য সরকার তরফ থেকে আজ এই ক্ষতিপূরণের অর্থ তুলে দেওয়া হয়। মোট ৩৯৭ জনের হাতে এই ক্ষতিপূরণ দেওয়া হবে।
আজ প্রথম পর্যায়ে তার সূচনা হলো। জেলা শাসক, চুঁচুড়ার বিধায়ক অসিত কুমার মজুমদার ক্ষতিগ্রস্ত দের হাতে চেক তুলে দেন। গত ৯ জানুয়ারী চুঁচুড়া পুরসভার গঙ্গার পাড় বরাবর ১১,১২,১৩ এবং ২০,২১ নম্বর ওয়ার্ড গুলির বিভিন্ন বাড়ীতে এই ক্ষতি হয়।