অবতক খবর,১৪ সেপ্টেম্বরঃ বুধবার সন্ধ্যায় নৈহাটি পৌরসভার ২৩ নম্বর ওয়ার্ডের পৌরপিতা শেখর ভৌমিকের উদ্যোগে ওয়ার্ডের প্রতিটি বাড়িতে গিয়ে নৈহাটি বিধায়ক তথা রাজ্যের সেচ ও জলপথ দপ্তরের মন্ত্রী পার্থ ভৌমিকের সাথে যাতে সরাসরি এলাকাবাসীরা তাদের সুখ দুঃখের কথা বিধায়কের দেওয়া whatsapp এর নাম্বারে জানাতে পারেন তার বিস্তারিত আলোচনা করে একটি করে ভিজিটিং কার্ড দেওয়ার প্রক্রিয়া চলে।
তার পাশাপাশি প্রতিটি ঘরে পৌরপিতা রাজ্য সরকারের সুবিধা গুলি পাচ্ছেন কিনা তাও জিজ্ঞাসা করেন। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে পৌরপিতা শেখর ভৌমিক জানান জনগণের সঙ্গে নিবিড় সম্পর্ক স্থাপনের উদ্দেশ্যে বিধায়কের নির্দেশেএই কর্মসূচি চলছে বলে জানান।