অবতক খবর,১২ মার্চঃ সামনে এই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন। এখন থেকেই কোমর বাধছে শাসক বিরোধী সব পক্ষই। ইতিমধ্যেই গ্রামে গ্রামে গিয়ে প্রচার শুরু করার চিন্তা ভাবনা করেছে শাসক দল তৃণমূল কংগ্রেস। তবে পিছিয়ে নেই রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপিও। কেন্দ্রীয় নেতৃত্ব নির্দেশ দিয়েছে রাজ্য বিজেপির নেতাদের নির্দেশ দিয়েছে সমস্ত বুথ স্তর পর্যন্ত নিজেদের সংগঠন পৌঁছে দিতে হবে। সেইমতো রাজ্যে বুথ স্বশক্তিকরন কর্মসূচি নিয়েছে বিজেপি নেতৃত্ব। আজ নৈহাটির ৫ নম্বর বাজারে এলাকায় করা হলো বুথ স্বশক্তিকরণ কর্মসূচি।

ওই জনসংযোগ কর্মসূচীতে উপস্থিত হয়েছিলেন রাজ্য বিজেপির সম্পাদিকা ফাল্গুনী পাত্র, ব্যারাকপুর সাংগঠনিক জেলার বিজেপির সহ-সভাপতি ও অন্যান্য নেতাকর্মী। রাজ্য সম্পাদিকা ফাল্গুনী পাত্র বলেন, আজ থেকে রাজ্যজুড়ে বুথ স্বশক্তিকরন কর্মসূচি শুরু হয়েছে।যার মধ্যে দিয়ে আমরা রাজ্যের সমস্ত বুথস্তর পর্যন্ত নিজেদের সংগঠন বিস্তার কররো। এর পাশাপাশি শাসক দল তৃণমূল কংগ্রেসের দ্বারা প্রতারিত হয়েছেন বহু মানুষ। সেই বিষয়টিও জনসমক্ষে তুলে ধরবো। পঞ্চায়েত নির্বাচনের আগে এখন থেকেই বিজেপি যে নিজেদের শক্তি বাড়িয়ে নিতে চাইছে তা রাজ্য বিজেপি নেত্রীর গলাতেই স্পষ্ট।