অবতক খবর,১৭ অক্টোবর: শারোদৎসব যেতে না যেতেই সারা বাংলায় বারাসাত জেলার পরেই উত্তর চব্বিশ পরগনা জেলার মানচিত্রে স্থানাধিকারি নৈহাটির কালীপুজোর জোরদার সাজো সাজো রব। বৃহস্পতিবার কোজাগরি লক্ষ্মী পূর্ণিমার দিনে নৈহাটির ৭ বি, নম্বর বিজয়নগর অধিবাসীবৃন্দ কাঠগোলা পূজা কমিটির উদ্যোগে ৭৪ তম বর্ষের পদার্পণকারী কালীপুজোর খুঁটিপূজো অনুষ্ঠিত হলো।

এবারে তাদের থিম নারী শক্তির প্রতি প্রাধান্য দিয়ে অঙ্গীকার অর্থাৎ আমি মা আমিই মেয়ে এই বিষয়ে দর্শকদের আলোকপাত করার উদ্দেশ্যে এবারে তাদের অভিনব চিন্তাধারা নিয়ে আসলো ৭বি, বিজয়নগর অধিবাসীবৃন্দ কাঠগোলা পূজা কমিটি।