অবতক খবর,৮ অক্টোবরঃ আগামীকাল ঘরে ঘরে কোজাগরী লক্ষ্মী পূজা অনুষ্ঠিত হবে। আজ সকাল থেকেই প্রতিমাশিল্পীরা বহু দূর দূরান্ত থেকে এসে নৈহাটি ঋষি বঙ্কিম চন্দ্র রোডের দুই ধারে প্রতিমাকে সুসজ্জিত করেছে বিক্রি করার আশায়।

প্রতিমা শিল্পী দের পক্ষ থেকে জানানো হয় দীর্ঘ দুই বছর ঘরবন্দি থাকার পর এইবারে পূজা-পার্বণে মেতে উঠেছে জনতা। তথাপি তেমন প্রতিমার বিক্রি-বাট্টা নেই বললেই চলে বলে বিক্রেতাদের পক্ষ থেকে জানানো হয়। যদিও ক্রেতার পক্ষ থেকে জানানো হয় এবারে প্রতিমা খুব বেশি দাম নেওয়া হচ্ছে না।