অবতক খবর,২৭ সেপ্টেম্বরঃ বুধবার নৈহাটি পৌরসভার স্বাস্থ্য বিভাগের উদ্যোগে জনসাধারণের জন্য নতুন তিনটি ডায়ালাইসিস মেশিন বসানো হলো। উক্ত ডায়ালিসিস কক্ষের ফিতে কেটে শুভ উদ্বোধন করেন রাজ্যের সেচ ও জলপথ দপ্তরের মন্ত্রী তথা নৈহাটির বিধায়ক পার্থ ভৌমিক। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নৈহাটি পৌরসভার পৌরপ্রধান অশোক চ্যাটার্জী,সিআইসি হেলথ সনৎ দে সহ নৈহাটি পৌরসভার অন্যান্য কাউন্সিলারগন। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্যের মন্ত্রী তথা নৈহাটির বিধায়ক পার্থ ভৌমিক জানান আজকের পাঁচটা ডায়ালাইসিস মেসিং উদ্বোধনের ফলে নৈহাটি পৌরসভায় মোট ১১টি আধুনিক ডায়ালাইসিস মেসিং আগামী দিনে মানুষের কাজে আসবে।

তার পাশাপাশি সিআইসি হেলথ সনৎ দে জানান এই ডায়ালিসিস মেশিনের ফলে রোগীরা স্বাস্থ্যসাথি কার্ড থাকলে সম্পূর্ণ বিনা পয়সায় হবে।