অবতক খবর,২১ মে: নৈহাটি পৌরসভার দুর্নীতি নিয়ে পোস্টার ছড়িয়েছে গোটা নৈহাটি জুড়ে। অস্বস্তিতে শাসক দল।যদিও দুর্নীতির দায় পৌরসভার কর্মচারীদের উপরে চাপিয়ে মুখ বাঁচাতে চাইছে পৌরপ্রধান অশোক চট্টোপাধ্যায়। নৈহাটি পৌরসভা পরিচালিত দুটি উৎসব ভবন এবং দুটি পার্কের কয়েক কোটি টাকা তছরুপের অভিযোগ উঠছে ক্ষোদ শাসক দলের পরিচালিত পৌরবোর্ডের বিরুদ্ধে। যদিও এই ঘটনায় নৈহাটি থানার পুলিশ তিন জনকে গ্রেপ্তার করেছে।অভিযুক্তরা নকল বিল বানিয়ে গ্রাহকদের পরিষেবার লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করত।

পৌর অডিটে ধরা পড়ায় নৈহাটি পুরসভার আর্থিক দুর্নীতির কেলেঙ্কারি ফাঁস হতেই চরম অস্বস্তিতে পড়েছে পৌরপ্রধান থেকে শাসক দল।এই নিয়ে সরগরম ব্যারাকপুর শিল্পাঞ্চলের রাজনীতি।

তবে বিজেপির ব্যারাকপুর সাংগঠনিক জেলা সভাপতি সন্দিপ ব্যানার্জী বলেন, অনেক দিন ধরে পৌরসভাতে দুর্নীতি চলছে।এই জন্য আমরা আন্দোলনে নামছি।