অবতক খবর,১৭ অক্টোবর: নৈহাটির বড়মার খ্যাতি এখন রাজ্যের গণ্ডি পেরিয়ে দেশ-বিদেশেও পারি দিয়েছে। প্রথা অনুযায়ী কথিত আছে বড় মার কাছে ভক্তরা কিছু চাইলে ভক্তদের মোটেই বড়মা নিরাশ করে না। বৃহস্পাতিবার লক্ষ্মী পুজোর ভড়া পুর্নিমার দিনে ১০১ তম বড়মার কাঠামো পুজো অনুষ্ঠিত হলো।বহু দুর দুরান্ত থেকে ভক্তগনেরা এই কাঠামো পুজো দেখার ভিড়ের চিত্র দেখতে পাওয়া যায়।

যদিও বড়মার কাঠামো পূজোর সময় মন্দিরের মুল প্রবেশদ্বার বন্ধ থাকলেও পূজার শেষে মন্দিরের মুল প্রবেশদ্বার ভক্তদের জন্য খুলে দেওয়া হয়। মন্দিরের ট্রাস্টি কমিটির সভাপতি অশোক চ্যাটার্জী জানান আজকের দিনটিতে এক বছর পূর্বে মুল মন্দিরে কষ্টিপাথরের মূর্তি স্থাপন করা হয়েছিল বলে জানান তার পাশাপাশি ট্রাস্টি কমিটির সম্পাদক তাপস ভট্টাচার্য জানান বড়মা পূজা কে ঘিরে যাতে কোনরূপ গন্ডগোল না হয় তার ব্যাবস্থা নেওয়া হয়েছে।