অবতক খবর,২৯ অক্টোবর: নৈহাটির শ্যামাপুজোর অন্যতম প্রধান আকর্ষণ অরবিন্দ রোডের বড়মা কালী। এবছর বড়মার পুজো একশো বছরে পদার্পন করল। দেশ ছাড়িয়ে এখন বিদেশেও পৌঁছে গিয়েছে বড়মার সুখ্যাতি। নৈহাটি স্টেশনে নেমে অরবিন্দ রোড ধরে ফেরি ঘাটের দিকে যেতেই চোখে পড়বে বড়মার মন্দির। নবনির্মিত মন্দিরে দু’দিন আগে কষ্টি পাথরের মূর্তি স্থাপন করা হয়েছে।

আর নতুন মন্দিরের দ্বারঘাটন হল রবিবার। মন্দিরের মূল প্রবেশদ্বারে ফিতে কেটে উদ্বোধন করেন রাজ্যের সেচ দফতরের ভারপ্রাপ্ত মন্ত্রী তথা স্থানীয বিধায়ক পার্থ ভৌমিক। উপস্থিত ছিলেন বিধায়ক তাপস রায় নৈহাটি বড় কালী পূজার সমিতির সভাপতি তথা পৌরপ্রধান অশোক চ্যাটার্জী , সিআইসি সনৎ দে , পশ্চিমবঙ্গ তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি ত্রিনাঙ্কুর ভট্টাচার্য , হালিশহর, কাঁচরাপাড়া খরদহ,গারুলিয়ার পৌরপ্রধান সহ স্থানীয় নেতৃবৃন্দ।নৈহাটির বড়মার মূর্তির উচ্চতা ২১ ফুট। নৈহাটির অন্যান্য কালী প্রতিমার চেয়ে এই মূর্তির উচ্চতা অনেক বেশি হওয়ায় জনমানসে বড়মা হিসেবে পরিচিতি লাভ করেছে। শক্তিদেবী এখানে অত্যন্ত জাগ্রত। প্রতিমা ঘন কৃষ্ণবর্ণ এবং সর্বালঙ্কারে ভুষিতা।