অবতক খবর,১২ সেপ্টেম্বর: নৈহাটির বাসিন্দা শ্বেতা সাহা তিনি নৈহাটিতে কিছুদিন আগে একটি রাজনৈতিক মিছিল কে কেন্দ্র করে দুষ্কৃতি তাণ্ডব হয়। সেই মিছিলে উপস্থিত ছিলেন শ্বেতা সাহা। সেই কারণেই সেই মিছিলকে ঘিরে বড়মার মন্দিরকে নিয়ে মন্দিরে একটি বিতর্ক মূলক বিবৃতি তিনি নিজের ফেসবুকে পোস্ট করেন। সেই বিবৃতিতে লেখা আছে,”প্রতি মিছিলে সবাই ২ টাকা ৫ টাকা করে রেখে যাবেন, তাহলে আর কোন ঝামেলা হবে না, ঠিক যেমন বড়মার এর পুজোর মিছিলে ঝামেলা হয় না, লক্ষ্য মানুষ এসে ভিড় করলেও কারণ তাদের প্রনামি হয় কোটি টাকা।”

এই বিবৃতি নিয়েই শুরু হয় নৈহাটির বড়মার মন্দিরে চাঞ্চল্য। নৈহাটির বড়মার মন্দিরে পুজো কমিটির সেক্রেটারি তিনি জানান এই বিবৃতি কে নিয়ে আমরা যথেষ্ট অসন্তুষ্ট এবং আতঙ্কিত। আমরা পুলিশ প্রশাসনের দ্বারস্থ হয়েছি পুলিশ প্রশাসন সমস্ত পদক্ষেপ নেবে।
অপরদিকে যে পোস্টটি করেছে শ্বেতা সাহা তিনি তার পোস্ট নিয়ে অনর আছেন। তিনি পরিষ্কার মিডিয়ার সামনে বললেন, আমার তরফ থেকে কোন ভুল হয়নি, আমরা একাধিকবার বড়মার পূজোকে নিয়ে সাফারার হয়েছি।