অবতক খবর,২৩ ডিসেম্বর: শিয়ালদা গামী ডাউন গোরক্ষপুর পূর্বাঞ্চল এক্সপ্রেস ভোর 3: 32 এ যখন নৈহাটি স্টেশনে পৌঁছায় ঠিক তখন জিআরপি এবং আরপিও তৎপরতায় গোপন সূত্রে খবর এর মাধ্যমে ওই ট্রেনে তল্লাশি চালানো হয়। ট্রেনের মধ্যে বিপুল পরিমাণ ব্যাগ দেখে সন্দেহ হয় জিআরপি এবং আরপিএফ কর্তাদের।
এরপর ওই ব্যাগ খুলতেই বেরিয়ে আসে কচ্ছপ। এরপর আরও পাঁচটি টলি ব্যাগ উদ্ধার করা হয় জিআরপি তরফ থেকে। তারপর ওই ব্যাগের মালিককে খুঁজে পায় নৈহাটি জিআরপি ও আরপিএফ এর আধিকারিকরা। জিআরপি তরফ থেকে বিক্রম ও তার পরিবারকে 6 জনকে নৈহাটি স্টেশনে জিআরপি অফিসে নিয়ে আসা হয়।
বিক্রমকে জিজ্ঞাসাবাদ করতে জানা যায় তার বাড়ি উত্তরপ্রদেশের সুলতানপুর এলাকায়। এর সাথে 6 জন মহিলা ও একজন শিশুও রয়েছে। পরবর্তীতে বারোটা নাগাদ তাদের আটক করা হয়। তাদের নাম জিআরপি তরফ থেকে এখনো জানানো হয়নি। তবে জিআরপির সূত্রে জানানো হয়েছে যে কচ্ছপ গুলো উদ্ধার হয়েছে তার আনুমানিক বাজার মূল্য 4 লক্ষ টাকা।