অবতক খবর – নৈহাটি স্টেশনে আগুন | জানা গেছে, কিছুক্ষন আগে অর্থাৎ 16 ই মার্চ রাত এগারোটা নাগাদ নৈহাটি ডাউন 4 নম্বর প্ল্যাটফর্মে আগুন লাগে। নৈহাটি হকার্স ইউনিয়নের কিছু কর্মী সেই আগুন দেখতে পেয়ে চার নম্বরে আসা ট্রেনটি কে দাঁড় করিয়ে দেয় এবং চার নম্বরে আসা ট্রেনটি আগেই থেমে যায় ফলে ট্রেনের যাত্রী এবং ট্রেন চালক রক্ষা পায়। আরপিএফ এক কর্মীকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন আমাদের তরফ থেকে অনুমান করা হচ্ছে শর্ট সার্কিট থেকে এই আগুন লেগেছে। প্রধানত নৈহাটি প্ল্যাটফর্মের ওয়াইফাইয়ের কানেকশনের তারের সামনে থেকে আগুন লাগতে দেখতে পান কিছু যাত্রী। তারপরে আগুন প্ল্যাটফর্মের ওপরে ছাউনিতে দ্রুত ছড়িয়ে পড়ে। আপাতত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে হকার্স ইউনিয়নের তরফ থেকে দাবি করা হয় খবর দেওয়ার পরেও দমকল সময়মতো এসে পৌঁছায়নি। 45 মিনিট দেরি করে দমকল পৌঁছায়। নৈহাটি পৌরসভার সামনে দমকলের গাড়ি দাঁড় করিয়ে দিয়ে প্ল্যাটফর্মের উপরে আগুন নেভানো হয়। কিছুক্ষণের জন্য প্ল্যাটফর্ম সংলগ্ন অঞ্চলে বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয় এবং ট্রেন চলাচল ব্যাহত হয়। তবে দমকলের তৎপরতায় পরে আগুন নিয়ন্ত্রণে আসে।

ঘটনাটির ভিডিও নীচের লিংক এ দেওয়া হল.. https://www.facebook.com/newsaabtak/videos/449561675788624/