অবতক খবর,২৮ জুলাই,মলয় দে নদীয়া :-কিছুদিন আগেই কর্মী বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে শুভেন্দু অধিকারী বলেছিলেন “যো হামারা সাথে, হাম উনকি সাথে”, সবকা সাত সবকা বিকাশ আর নয়” নো সংখ্যালঘু মোর্চা”।

অভিযোগ এই মন্তব্যের জেরে দল ছাড়লেন বিজেপির নদীয়া উত্তর সাংগঠনিক জেলার সংখ্যালঘু সেলের সভাপতি রফিকুল সেখ। গতকাল রাতে কৃষ্ণনগর সাংগঠনিক জেলা তৃণমূলের চেয়ারম্যান রুকবানুর রহমানের হাত ধরে বিজেপিতে যোগাদান করেন তিনি। তার দাবি বিজেপি সাম্প্রদায়িক দল, সবসময় ভেদাভেদ সৃষ্টি করে এবং শুভেন্দু অধিকারীর মন্তব্যের জেরেই তিনি দল ছেড়েছেন।

অপরদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের জোয়ার সার বাংলায় ছড়িয়ে গিয়েছে, সেই উন্নয়ন যজ্ঞে সামিল হতেই তিনি তৃণমূলে যোগদান করলেন। রুকবানুর রহমানের দাবি শুভেন্দু অধিকারীর মন্তব্যের প্রেক্ষিতে বিজেপির সংখ্যালঘু নেতারা হতাশ, তারা আমাদের সঙ্গে যোগাযোগ করছে।

বিজেপির নদীয়া উত্তরের মুখপাত্র সন্দীপ মজুমদারের দাবি এরকম ঘটনার কথা তিনি জানেন না, খোঁজ নিয়ে দেখবেন।