অবতক খবর,১৬ জানুয়ারিঃ ৩ বছর পর ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রকের অধীনে ন্যাশনাল মিশন অন লাইব্রেরির ক্যাপাসিটি বিল্ডিং ট্রেনিং প্রোগ্রাম শুরু হল সল্টলেকের রাজা রামমোহন রায় লাইব্রেরি ফাউন্ডেশান হলে । এটি দেশব্যাপী পাবলিক লাইব্রেরি পেশাদারদের একটি প্রশিক্ষণ কর্মসূচি।
উত্তরপ্রদেশ, আসাম, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা এবং পশ্চিমবঙ্গ থেকে সরকারি গ্রন্থাগারের অংশগ্রহণকারীরা পাঁচ দিনের এই কর্মশালায় অংশ নিয়েছেন। কর্মশালা চলবে ২০ জানুয়ারি পর্যন্ত।
আজ এর উদ্বোধন করেন সাংসদ লকেট চ্যাটার্জি।
সাংসদ বলেন, এই কর্মশালার মাধ্যমে গ্রন্থাগারের সঙ্গে যুক্ত ব্যক্তিদের আরো বেশি পারদর্শী করে তোলা হবে।