অবতক খবর,১ অক্টোবর,বাঁকুড়া:- একটা মাত্র সেতুই আমুল বদলে দিতে পারে আঞ্চলিক অর্থনীতির ছবিটা। কিন্তু ন্যাশানাল হাইওয়ে অথরিটির নিয়ন্ত্রণাধীন এই সেতু ঘিরেই বাড়ছে সমস্যা। বাঁকুড়ার মেজিয়ার ৬০ নম্বর জাতীয় সড়কের উপর তারাপুর সংলগ্ন ইংরেজ আমলে তৈরী গাইঘাটা জোড় সেতু নিয়ে মানুষের দূর্ভোগের শেষ নেই। গত কয়েক দিনের বৃষ্টিতে ঐ সেতুর একাংশ ভেঙ্গে পড়ায় ভারী যানচলাচল নিষিদ্ধ করেছে ন্যাশানাল হাইওয়ে অথরিটি কর্তৃপক্ষ।

স্থানীয় সূত্রে খবর, কয়েক বছর আগে ঐ সেতুর পাশেই নতুন সেতু তৈরীর কাজ শুরু হয়। ৮০ শতাংশ কাজ হয়ে যাওয়ার পর জমি জটে আটকে আছে সেতু তৈরীর কাজ। জমির মালিক ৬০ টি পরিবারের তরফে বলা হয়েছে, ন্যাশানাল হাইওয়ে অথরিটি কর্তৃপক্ষ অন্যান্য জায়গায় যে হারে ক্ষতিপূরণ দেয় তাদের সেই ক্ষতিপূরণ দিলে কোন আপত্তি থাকবেনা।

এতো সবের পরেও ঐ জাতীয় সড়ক ঘিরে বাড়ছে মানুষের ক্ষোভ। ঐ সেতু থেকে মাত্র ১ কিলোমিটার দূরে আদায় করা হয় টোল ট্যাক্স। দূর্বল সেতু দিয়ে প্রাণের ঝুঁকি নিয়ে আমরা যাতায়াত করি। যেখানে রাস্তাঘাট, সেতু সংস্কারের জন্য টোল নেওয়া হয়, সেখানে এই অবস্থায় কেন টোল দেবো? প্রশ্ন তুলছেন টোলদানকারীরা