নরেশ ভকত :: অবতক খবর :: বাঁকুড়া :: পঙ্গপালের তাণ্ডব বাঁকুড়ার বিষ্ণুপুরেও! এখন এই খবরে তোলপাড় নেট দুনিয়া। সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ‘ভাইরাল’ এই ছবি।
স্থানীয় সূত্রে খবর, বিষ্ণুপুরের লায়েকবাঁধ গ্রাম পঞ্চায়েতের লখ্যাশোল শালবাগানে এসে ঘাঁটি গেড়েছে পঙ্গপালের দল। জঙ্গলের শাল পাতাই এখন তাদের আক্রমণের শিকার। এই খবর পেয়ে সোমবার ঐ এলাকায় গিয়ে দেখা গেল, সিংহভাগ শাল গাছের পাতার মূল অংশ কোন পতঙ্গজাতীয় প্রাণীর আক্রমণের শিকার। তবে এই ঘটনার পিছনে পঙ্গপালই দায়ী কিনা নিশ্চিত নন কেউই।
সম্প্রতি উত্তর পশ্চিম ভারতে ব্যাপকভাবে হানা দিয়েছে পঙ্গপাল। উত্তর প্রদেশ-মধ্য প্রদেশের পর এরাজ্যেও যদি পঙ্গপাল হানা দেয় তাহলে মাথায় হাত চাষীদের। এক দিকে দীর্ঘ লক ডাউন, তার পর আমফান ও কালবৈশাখীর তাণ্ডবের সঙ্গে এই নতুন উপসর্গ যোগ হলে কি হবে ভেবে পাচ্ছেননা এখানকার চাষীরা।
এক স্থানীয় বাসিন্দা বলেন , এমনিতেই আমরা করোনাভাইরাস নিয়ে আতঙ্কে দিন কাটাচ্ছি , তার ওপর এই পঙ্গপাল রীতিমত এখন আমরা আরো বেশি আতঙ্কের মধ্য দিয়ে দিন কাটাচ্ছি । কেননা আমাদের এই এলাকা মূলত কৃষি প্রধান ফলে পঙ্গপাল একবার কৃষিক্ষেত্রে প্রবেশ করলে ফসল ধ্বংস হয়ে যাবে ।
এ বিষয়ে বিষ্ণুপুর ব্লকের পঞ্চায়েত সমিতির সদস্য মহাদেব মাল বলেন, একদিকে করোনা আতঙ্ক অন্যদিকে আমফানের প্রভাবে ব্যাপক ক্ষতির মুখে পড়েছিল এই এলাকার চাষীরা। কিন্তু এগুলি যদি সত্যিই পঙ্গপাল হয় তাহলে চাষীরা আরো ব্যাপকভাবে ক্ষতির মুখে পড়বে। তাই বিশেষজ্ঞরা এ বিষয়ে একটু নজর দিলে খুবই ভালো হয় ।
তবে এ বিষয়ে বিষ্ণুপুর ডিএফও সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি বিষয়টা খতিয়ে দেখার আশ্বাস দেন ।