পাঞ্জাবের কিষান পৌরভোটে বাজালো বিষাণ। তারা লুকিয়ে রেখেছিল চালটা। রাষ্ট্রকে দিল পাল্টা
পঞ্চনদের জল
তমাল সাহা
তুমি মানুষকে কতটুকু জানো?
তুমি মানুষকে কতটুকু চেনো!
দুনিয়ায় মানুষের চেয়ে বড়
কেউ নয়
রাষ্ট্র! পদে পদে তোর পরাজয়।
কৃষককে দেখাস জলকামান?
দ্যাখ,কৃষক কত ক্ষমতাবান!
পাঞ্জাবে পৌরভোটে তুই ধুয়েমুছে সাফ
কৃষকের কাছে হাতজোড়ে চেয়ে নে মাপ।
পঞ্চনদের জল কতদূর যায়..
জলের ভেতর আগুন
তোকে কিভাবে পোড়ায়!