অবতক খবর,১৬ ডিসেম্বর,শান্তিপুর,নদীয়া: পঞ্চায়েতের কার্যালয়ের ভেতর থেকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার হল একটি পেঁচা। পঞ্চায়েত প্রধানের তৎপরতায় গুরুতর জখম পেঁচা টিকে তুলে দেয় বন্যপ্রাণী উদ্ধারকারীর হাতে। বৃহস্পতিবার হঠাৎই শান্তিপুর বাগআচড়া পঞ্চায়েতের প্রধান মমতা ধারা ফোন করে শান্তিপুরের বন্যপ্রাণী উদ্ধারকারী অনুপম সাহাকে যে পঞ্চায়েতের কার্যালয়ের ভেতরে একটি পেঁচা গুরুতর জখম অবস্থায় আশ্রয় নেয়।

সেই খবর পাওয়া মাত্রই বেশ খানিকটা সময় বাদে পঞ্চায়েতের কার্যালয়ে পৌঁছান উদ্ধারকারী অনুপম সাহা, এরপর দেখেন লাইলনের ঘুড়ির সুতোয় গুরুতর জখম হয়ে রয়েছে পেঁচাটি। উদ্ধারকারী অনুপম সাহা বেশ খানিকটা সময় ধরে ওই পেঁচাটির শরীর থেকে জড়িয়ে থাকা লায়লোনের সুতো গুলি ছাড়িয়ে ক্ষত জায়গাগুলিতে প্রাথমিক চিকিৎসা করেন। পঞ্চায়েতের প্রধান মমতা ধারা জানান রাস্তার একটি ইলেক্ট্রিকের তারে ঘড়ির লাইলনের সুতোই জড়িয়েছিল পেঁচাটি, সকাল হতেই পঞ্চায়েতের প্রধান কার্যালয় খুলে দেখেন পেঁচাটি কার্যালয়ের ভেতরে আশ্রয় নেয় তারপর থেকেই প্রধান মমতা ধারা সহ পঞ্চায়েত সদস্যরাও পেঁচা টির খেয়াল রাখেন।

উদ্ধারকারী অনুপম সাহা জানান, শুধু আজকে নয় এর আগেও এই লালনের ঘুড়ির সুতোর কারণে বহু মানুষ থেকে বিভিন্ন বন্যপ্রাণী গুরুতর জখম হয়েছে। প্রতিবাদ করেও এখনো পর্যন্ত অবৈধ লাইলনের ঘুড়ির সুতো বন্ধ করতে পারেনি প্রশাসন, যার কারণে প্রায়দিনই লাইলনের ঘুড়ির সুতোর কারণে একের পর এক বন্যপ্রাণী গুরুতর জখম হচ্ছে। পেঁচা টির প্রাথমিক চিকিৎসা করা হয়েছে এখন বনদপ্তরের কর্মীদের হাতে তুলে দিয়ে পেঁচাটির চিকিৎসা করিয়ে পেঁচাটিকে স্বাভাবিক ছন্দে ফিরিয়ে দেওয়া হবে।