অবতক খবর,১৯ নভেম্বরঃ দিন কয়েক আগেই যুব তৃণমূলের তরফ থেকে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে শুভেন্দু অধিকারীকে চিঠি দেওয়া হয় তার শারীরিক এবং মানসিক সুস্থ কামনায়। চিঠির মধ্য দিয়ে শক্তি প্রদর্শনের এই খেলায় এবার নামতে দেখা গেল রাজ্যের বিরোধী দল বিজেপিকে। তারা এর পাল্টা হিসাবে শনিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঠিকানা উদ্দেশ্য করে চিঠি দিলেন এবং সেই চিঠিতে রাজ্যের বর্তমান পরিস্থিতিতে চোরেদের দাপট নিয়ে উল্লেখ করা হয়েছে। যদিও এই বিষয়টিকে বিজেপি বিধায়ক অনুপ সাহা কোনরকম পাল্টা কর্মসূচি বলে উল্লেখ করছেন না। তিনি দাবি করছেন বর্তমান পরিস্থিতির জন্যই এই চিঠি।
অন্যদিকে তৃণমূলের তরফ থেকে বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র মলয় মুখোপাধ্যায় জানিয়েছেন, তাদের কোনরকম কর্মসূচি নেই, তারা তৃণমূল যা করে সেটাই কপি করে।
প্রসঙ্গত এদিন সিউড়ি বড় পোস্ট অফিস থেকে বিজেপির তরফ থেকে এই চিঠি দেওয়া হয় মুখ্যমন্ত্রীর ঠিকানায়। মোট ১০০ টি চিঠি পোস্ট করা হয় বলে জানিয়েছেন বিজেপি বিধায়ক অনুপ সাহা।