অবতক খবর,২৪ জুনঃ ‘ওরা যে ভাষায় বোঝে সেই ভাষায় কথা বলতে হবে’ তৃণমূলকে হুঁশিয়ারি দিয়ে মন্তব্য সিপিআইএম যুব নেতা শতরূপ ঘোষের। শনিবার হাবড়ার বদর এলাকায় পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে একটি জনসভার আয়োজন করা হয়। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিপিএমের যুব নেতা শতরূপ ঘোষ।

তিনি বলেন গ্রাম বাংলার মাটিতে দ্বিতীয় স্বাধীনতা যুদ্ধ শুরু হয়েছে, কতগুলো চোর চিটিংবাজ ১০ বছর ধরে, ১২ বছর ধরে আমাদের গ্রামকে, গ্রামের মাটিকে কব্জা করে নিজেদের সম্পত্তি বানিয়েছে, ওদের চুরির সম্পত্তির হিসেব নেওয়ার জন্য পঞ্চায়েতের ভোট হবে। যেখানে আইএসএফ, কংগ্রেস বা বামেরা আছে সেখানে তাদেরকে জেতাতে হবে। তবে আমাদের সামনে আসল লক্ষ্য সামনের বছর দিল্লি থেকে মোদিকে সরিয়ে নতুন সরকার গঠন করতে হবে। এই পঞ্চায়েত ভোট শেষ হওয়ার পর একদিনও বসে থাকলে চলবে না ,৪২ আসনের মধ্যে বেশিরভাগ আসনে আইএসএফ, কংগ্রেস ও সিপিএমকে জেতাতে হবে।

তৃণমূল নেতাদের কটাক্ষ করে শতরূপ ঘোষ বলেন তৃণমূল নেতারা চুরি করে জেল খেটে আবার জেল থেকে বেরিয়ে গলায় ফুলের মালা পড়ে স্টেজে বড় বড় ভাষণ দেয়, ‘কতগুলো বেহায়া মরলে একটা তৃণমূল নেতা তৈরি হয় বলুন তো’ শনিবার বদরের সভা থেকে তৃণমূলকে ঠিক এই ভাষাতেই আক্রমণ করেন সিপিএম নেতা শতরূপ ঘোষ। পাশাপাশি এদিন জ্যোতিপ্রিয় মল্লিকের বিধানসভায় এসে তার মেয়েকে উদ্দেশ্য করে বলেন প্রাইভেট টিউশনি পড়িয়ে চার কোটি টাকা ব্যাংকের সম্পত্তি কি করে করেন তিনি, কোন মা সরস্বতী বলুনতো ! এর পাশাপাশি মিনাখায় বিদেশে বসে তৃণমূল নেতার মনোনয়ন জমা দেওয়ার বিষয় বিডিওকে উদ্দেশ্য করে বলেন বিডিওকে আদালতে নিয়ে গিয়ে বাঁদর নাচ করাবো আমরা , তৃণমূলের কেউ বাঁচাতে পারবে না। এছাড়া দলীয় কর্মীদের উদ্দেশ্যে শতরূপ বলেন তৃণমূলের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে দু’চারটে কেস খামারি হবে ভয় পাবেন না, আইনি ঝঞ্ঝাট থেকে আপনাদের মুক্ত করবো আমরা। তৃণমূলের বিরুদ্ধে যারাই লড়াই করবে তাদেরও আইনের যাবতীয় লড়াই আমরা করব এদিন আশ্বস্ত করেন তরুণ এই বাম নেতা। এদিনের সভায় সিপিএম ,আইএসএফ, কংগ্রেস মিলিয়ে হাজার খানেক কর্মী-সমর্থক উপস্থিত ছিল বদর বাজারের এই সভায়।