অবতক খবর: পঞ্চায়েত নির্বাচনের দিন সবেতন ছুটি ঘোষণা করল রাজ্য সরকার। আগামী ৮ জুলাই, শনিবার রাজ্যের ২২টি জেলায় যেখানে পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হবে সেই সকল এলাকায় রাজ্য সরকারের সব অফিস, শিক্ষা প্রতিষ্ঠান, অন্যান্য সরকারি প্রতিষ্ঠান দোকান, কলকারখানা-সহ বিভিন্ন বাণিজ্যিক ও শিল্প প্রতিষ্ঠানে ছুটি থাকবে। সবেতন ছুটি পাবেন রাজ্য সরকারের চুক্তিভিত্তিক কর্মচারীদের পাশাপাশি বেসরকারি কর্মচারীরাও। মনে করা হচ্ছে, ভোটদানে উৎসাহ দেওয়ার জন্যই এই ছুটি দেওয়া হয়েছে। নবান্নের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে ইতিমধ্যেই বিষয়টি জানিয়েছে অর্থ দফতর।

তবে প্রয়োজনে ছুটি বাতিল হবে স্বাস্থ্যে। সরকারি হাসপাতালের পরিষেবা যাতে স্বাভাবিক থাকে, সে ব্যাপারেও নজর রাখতে বলা হয়েছে। আর পাঁচটা শনি-রবিবারের মতো সরকারি হাসপাতালের পরিষেবায় যাতে কোনও ঢিলেঢালা ভাব না থাকে, তা দেখতে বলেছেন অধিকর্তা।

এর ফলে সরকারি ছুটির তালিকায় বাড়ল আরও একটি দিন। যাঁদের ভোটের কাজ রয়েছে, তাঁরা বাদে বাকিদের সবেতন ছুটি। ৮ জুলাই রাজ্যে এক দফায় হতে চলেছে পঞ্চায়েত ভোট। রাজ্যের যে যে জেলায় জেলা পরিষদ, গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতিতে ভোট গ্রহণ চলবে সেই সমস্ত জায়গায় এনআই অ্যাক্টে ছুটি ঘোষণা করল রাজ্য সরকার।

বহু সরকারি অফিস, শিক্ষা প্রতিষ্ঠানে ভোটগ্রহণ কেন্দ্র তৈরি করা হয়। সেই ভোট গ্রহণকেন্দ্রে আগে থেকে একাধিক প্রস্তুতি নিতে হয়। তাছাড়া আগের দিন রাত থেকেই সেখানে ভোটকর্মী, পুলিশ আসতে শুরু করেছেন। রাতে তাঁরা সেখানেই থাকেন। কার্যত সেকারণেই সমস্ত জায়গায় ভোটগ্রহণ কেন্দ্র হিসাবে যে স্কুল বা সরকারি ভবনগুলি নেওয়া হবে সেগুলি ৬-৭ জুলাই বন্ধ থাকবে। তবে সেখানে ভোটগ্রহণের যাবতীয় প্রস্তুতি নেওয়া হবে।শ্রম দফতর পঞ্চায়েত এলাকায় থাকা দোকান, বাণিজ্যিক সংস্থা, শিল্প তালুকে ওই দিনে ছুটি ঘোষণার কথা জানিয়েছে। এছাড়া পঞ্চায়েত এলাকার বাসিন্দাদের উক্ত দিনে সবেতন বিশেষ ছুটি দেওয়ার কথাও বলা হয়েছে, যাতে তারা ভোট দিয়ে নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারে। এমনকী কোনও এলাকায় পুর্ননির্বাচন হলে সেক্ষেত্রে পঞ্চায়েত এলাকার বাসিন্দা সংস্থা থেকে ছুটি পাবেন।