অবতক খবর,১ সেপ্টেম্বর: পঞ্চায়েত সহ বিজেপি বিধায়ক বিশ্বজিৎ দাসের তৃণমূল কংগ্রেসের যোগদানের পর আজ প্রতিক্রিয়া বনগাঁ জেলার সভানেত্রী আলো রানি সরকারের।
গতকাল বিজেপির পঞ্চায়েত বিজেপি বিধায়ক বিশ্বজিৎ দাস গেরুয়া শিবির থেকে ঘাসফুল শিবিরে যোগদান করে মন্ত্রী সাংসদ ও বনগাঁ জেলার সভাপতি আলো রানি সরকারের উপস্থিতিতে।
সেই প্রসঙ্গে আজ বনগাঁ জেলার সভাপতি আলো রানি সরকার বলেন, এখনো যে কটা পঞ্চায়েত বিজেপির দখলে আছে যারা বিজেপিতে গিয়েছিল তারা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসকে দেখে সবাই ফিরে আসতে চাইছে। বিজেপি যেভাবে সন্ত্রাস ও ধর্ম নিয়ে রাজনীতি করছে সেগুলো মানুষ ছুঁড়ে ফেলে দিয়েছে। গোটা বনগাঁ মানুষ বুঝতে পেরেছেন বিজেপিকে নিয়ে এসে ভুল করেছে।