অবতক খবর উত্তর দিনাজপুর: পঠন পাঠনের পাশাপাশি সামাজিক বার্তা দিতে উদ্যোগী ইসলামপুর কলেজের এনএসএস ইউনিট। সম্প্রতি চক্ষু পরীক্ষা শিবির এবং করোনা ভাইরাস নিয়ে সচেতনতা শিবিরের পর এবার এনএসএস ইউনিটের সদস্যরা কলেজের পড়ুয়া ও কলেজের অধ্যাপক, অধ্যাপিকা সহ অন্যান্য কর্মীদের সহযোগিতায় আয়োজন করল স্বেচ্ছায় রক্তদান শিবিরের।
শুক্রবার মোট ৩১ জন স্বেচ্ছায় রক্তদান করেন বলে জানান কলেজের টিচার্স কাউন্সিলের সম্পাদক তথা অধ্যাপিকা ডঃ অনুরাধা সিনহা। এভাবেই পঠন পাঠনের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতায় পড়ুয়াদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে আগামী দিনেও নানান ধরনের ধারাবাহিক ভাবে কর্মসূচি চলবে বলে জানিয়েছেন তিনি। উপস্থিত ছিলেন মিংমা ডোমা শেরপা প্রমুখ।