স্বাধীনতা নিয়ে রোজ আলোচনা করা যায়। জাতীয় পতাকার সঙ্গে আদর্শ ও শহিদদের সম্মান জড়িত। আসুন একটু আলোচনা করে দেখা যাক।

পতাকার কথা
তমাল সাহা

আমি তো কবেই বলেছি
নেতারা বহুরূপী সঙ।
দেখেছি তাদের আচারবিচার
চলমান ঢং।

জাতীয় পতাকায় আছে কটি রং?
তিনটি,বলেই তুমি নেবে দম।

আমি যদি বলি পাঁচটি!
তুমি তাকাবে আকাশের দিকে
মেরে যাবে থম।

তিনটি তো সবাই দেখি
মাঝে অশোক চক্র নীল।
কারা যেন বলেছিল,
ভেঙে দেবে অর্গল,খুলে দেবে খিল।

পঞ্চম রংটি কোথায় প্রশ্ন করেছো কখনো?
ভাত কেন আজও বহুদূরে এখনো!

শোনো রংটির কথা,
সেটি শহিদের রক্তরং লাল।
কাদের চক্রান্তে পতাকায় রংটি অদৃশ্য?
ভুলিয়ে দিতে চায় তাদের আত্মদান
প্রজন্মকে কালের পর কাল…

কোথায় সূর্য!
আকাশ ছুঁয়েছে শহিদ রক্তবর্ণ লাল?
হয়নি প্রভাত, ফোটেনি সকাল।

স্বাধীনতা! স্বাধীনতা!
জয়হিন্দ! বন্দেমাতরম!
বলে শুধু চিৎকার,সকাল বিকাল!

জল জমি জঙ্গল বেচে দিচ্ছে রাষ্ট্র হারামি!
পনেরো আগস্ট এলেই কী সোহাগ
মাগো! তুমি আমার প্রিয় জন্মভূমি…

পত পত করে ওড়ে বলেই তো পতাকা
আমাদের শুধু মহাশূন্যে তাকিয়ে তাকে দেখা!