অবতক খবর,২১ আগস্ট,বাঁকুড়া:- পথচলতি মানুষের হাতে রাখি পরিয়ে আনন্দ। বছরভর সংগ্রহ করা, ফেলে দেওয়া অপ্রয়োজনীয় জিনিস, আর তা দিয়েই রাখি তৈরি করে অজানা-অচেনা মানুষকে মুহূর্তে আপন করে নেওয়া।

উৎসবের আগের দিন তাই চূড়ান্ত ব্যস্ততা বাঁকুড়ার কুচকুচিয়া এলাকার পোদ্দার পরিবারে।
শুরুটা হয়েছিল আজ থেকে ১৫ বছর আগে। ফেলে দেওয়া, অপ্রয়োজনীয় জিনিস দিয়ে রাখি তৈরির নেশা। পরিবারের তিন প্রজন্ম ধরেই চলছে এই ট্র্যাডিশন।

অজানা-অচেনা মানুষকে সেই রাখি পরিয়েই তৃপ্ত বাঁকুড়ার কুচকুচিয়ার পোদ্দার পরিবার। এক অনাবিল আনন্দ।
সারা বছর ধরেই পরিবারের সদস্যরা সংগ্রহ করেন কাচের ভাঙা চুরি, নারকেলের ছোবড়া, স্ট্র, পেনের রিফিলের মতো নানা সামগ্রী। রাখি পূর্ণিমার দু’তিন মাস আগে থেকেই শুরু হয় রাখি তৈরির কাজ।
এবারের রাখিতে উঠে এসেছে করোনাবিধির বিভিন্ন সচেতনামূলক বার্তা প্রচার। ভাতৃত্বের বন্ধনে ভিন্নমাত্রা যোগ করেছে পোদ্দার পরিবারের এই উদ্যোগ।