অবতক খবর,২০ নভেম্বর: ভোরের বেলা বাজার করতে এসে মৃত্যু হল এক ব্যক্তির। জানা গেছে পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি মহিষাগোট গ্রাম পঞ্চায়েতের কাল তোলিয়া’ গ্রামের বাসিন্দা বাসিন্দা ছিলেন ওই ব্যক্তি। মৃত ব্যক্তির নাম পীযূষ মাইতি। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ একটি স্টেট বাস ওভারটেক করতে গিয়ে ধাক্কা মারে যে ব্যক্তি কে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। ঘটনায় উত্তেজনা ছড়ায় এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে পীযূষ মাইতি র বাড়িতে তার স্ত্রী সহ রয়েছে নাবালিকা ছেলে ও মেয়ে। বাড়ির একমাত্র উপার্জনকারী ছিল পীযূষ মাইতি। স্থানীয়দের দাবি নাবালিকা ছেলে অথবা মেয়ের চাকরির ব্যবস্থা করতে হবে এবং তাদের প্রাথমিক পড়াশোনার জন্য পাঁচ লক্ষ টাকা দিতে হবে। এই দাবি নিয়ে তারা পথ অবরোধ করে। প্রায় দীর্ঘ 2 ঘন্টা যাবৎ তীব্র যানজটের সৃষ্টি হয় দীঘা নন্দকুমার জাতীয় সড়কে।

ঘটনাস্থলে পৌঁছায় কাঁথি থানার বিশাল পুলিশবাহিনী। পুলিশ এসে বিক্ষোভকারীদের দাবি না মেনে অবরোধ তোলার চেষ্টা করে। এর পরেই শুরু হয় ধুন্ধুমার কান্ড। স্থানীয় বাসিন্দারা পুলিশের কথায় আছে না অবরোধ চালিয়ে যেতে থাকে। প্রথমে পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি শুরু হয়। এরপর পুলিশ এলোপাতাড়ি লাঠিচার্জ করতে থাকে। এবং বিক্ষোভকারীদের গ্রেপ্তারের চেষ্টা করে। পাল্টা বিক্ষোভকারীরা ইট পাথর ছোড়তে থাকে। ঘটনায় আহত হয় বেশ কয়েকজন পুলিশ সহ বিক্ষোভকারী। ঘটনায় বেশ কয়েক জন বিক্ষোভকারীকে গ্রেফতার করে পুলিশ। এই মুহূর্তে এলাকায় যথেষ্ট উত্তেজনা রয়েছে এবং মোতায়েন রয়েছে পুলিশ বাহিনী।