অবতক খবর , উত্তর দিনাজপুর : পথশ্রীর আওতাভুক্ত নয় এমন আরও অনেক রাস্তা পুজোর মুখে এলাকার বাসিন্দাদের উপহার দিচ্ছেন পঞ্চায়েত সমিতি। ইসলামপুর পঞ্চায়েত সমিতি বৃহস্পতিবার দুটো রাস্তা উপহার দিলেন গাইসাল দুই গ্রাম পঞ্চায়েতের বাসিন্দাদের। বৃহস্পতিবার রাস্তার কাজের শুভ সূচনা করেন ইসলামপুর পঞ্চায়েত সমিতির সভাপতি শ্যামল সরকার এবং বিডিও শতদল দত্ত। উপস্থিত ছিলেন পঞ্চায়েত প্রধান ললিত সিংহ।
পঞ্চায়েত সমিতির সভাপতি শ্যামল সরকার জানান, মোট কুড়ি কিলোমিটারের কিছু বেশি রাস্তা তৈরির অনুমোদন পাওয়া গেছে জেলা থেকে। ইতিমধ্যে একাধিক রাস্তার কাজের শুভ সূচনা হয়ে গেছে। এরপরে কাজ শুরু হচ্ছে পন্ডিতপোতা এক গ্রাম পঞ্চায়েতে। সেখানে দুটি রাস্তা উদ্বোধন করার কথা জানান তিনি।
অন্যদিকে এলাকার বাসিন্দারা জানিয়েছেন, ওই এলাকায় রাস্তার অবস্থা খুবই খারাপ ছিল ।দীর্ঘদিন পর তাদের দাবি পূরণ হওয়ায় তারা খুশি। রাস্তাটি দমকল কিংবা এম্বুলেন্স চলাচলেরও অনুপযুক্ত উপযুক্ত ছিল বলে জানিয়েছেন তারা।