পথ ও মানুষ
তমাল সাহা
ক্ষমতা ভোগ করেছ অনেকদিন
রাজনৈতিক সংগঠন করোনি।
রেখেছো বাঙালি করে
রাজনৈতিক চেতনা বাড়াওনি।
তুমিও কি কামিয়েছো কম!
এখন দুয়ারে যম।
তখন বিরুদ্ধতা করলেই সক্রোধী গাল
হাতে লাল পতাকা চক্ষু তো আরো লাল!
এখন ভাণ্ডারে মজে গিয়েছে মধ্যবিত্ত মন।
মুছে গিয়েছে রাজনীতি—
পেটে বড় খিদে, কি করবে এখন?
চাকরির নেই কোনো আয়োজন!
আগুন খেয়েছো হাগু তো হবেই অঙ্গার।
এখন বোঝো মানুষকে কত দরকার!
পঞ্চাশটা কমিউনিস্ট পার্টি!
বিশাল তত্ত্ব, ব্যাপক ফস্টিনস্টি!
এতো কমিউনিস্ট পার্টির সংবর্ধনা!
ফিদেল কাস্ত্রো আঁতকে উঠেছিলেন কলকাতা বিমানবন্দরে।
সব কমিউনিস্ট পার্টিই যদি আলাদা বিপ্লব করে
ভারতবর্ষে কতবার বিপ্লব হবে!
এই অনাবিষ্কৃত চিন্তা নিয়ে
কিউবায় গিয়েছিলেন ফিরে
সেই উনিশশো একাত্তরে।
ভোট ছাড়ো কমরেড!
তোমার সম্বল দুটি– ময়দান ও জনগণ।
পথে নামতেই হবে বন্ধু আমার!
পথেই থাকতে হবে সারাক্ষণ।