অবতক খবর , সংবাদদাতা, বর্ধমান :: করোনা দ্বিতীয় ঢেউ যেভাবে জেলা ও শহরে ছড়িয়ে পড়েছে ,মানুষ যেভাবে প্রতিদিনি আক্রান্ত হচ্ছে। সেই দিক তাকিয়ে পথ চলতি মানুষকে সচেতনতার বার্তা নিয়ে বুধবার সকালে বর্ধমান জেলা প্রশাসন ও পৌরসভা আধিকারিকরা পথে নামলো। প্রত্যেকদিন জেলায় যেভাবে করোনা আক্রান্ত বেরেই চলছে তাতে করে পৌরসভা থেকে বার বার মাইকিং করে ব্যাবসাদারদের ও পথচলতি মানুষ এখনও সচেতনতা নয় ।
এদিন বর্ধমান শহরের প্রানকেন্দ্র কার্জনগেট জি টি রোডে যেসমস্ত যানবাহন ও রিক্সা ওয়ালারা একসঙ্গে অনেকজন যাত্রি চাপিয়ে বহন করছে তাদের অনুরোধ করে কম যাত্রি নিয়ে রিক্সা চালাতে বলছে ।এমনকি যেসমস্ত ব্যাবসায়িক প্রতিষ্ঠানগুলো আছে সেইসমস্ত ব্যাবসায়ীক মানুষ গুলোকে মাক্স পরে ব্যাবসা করতে বলা হচ্ছে ।
পূর্ব বর্ধমান জেলা প্রশাসন, পৌরসভার আধিকারিক অমিত কুমার ঘোষ জানান, এরপরে আর সচেতন বার্তা নয় আইনগত কড়া ব্যবস্থা নিতে হবে, বুধবার থেকে শুরু হল এই কর্মসূচি, পৌরসভার সঙ্গে ছিলেন পুলিশ আধিকারিকরা ও