অবতক খবর,২৫ মার্চ,ইসলামপুর: পথ নাটিকার মাধ্যমে ডেঙ্গু সচেতনতার বার্তা পৌরসভার।
পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডে আজ এই পথনাটিকা করা হয়।
পৌরসভার কর্মী সম্রাট বিশ্বাস জানান পৌরসভার বিভিন্ন এলাকার আজ এই পথনাটিকা করা হয়েছে ।
কলকাতা থেকে এই নাটক দল এসেছে তারা ডেঙ্গু নিয়ে সচেতনতার বার্তা সাধারণ মানুষের মধ্যে বাড়াতে এই পথনাটিকা।
বাস টার্মিনাস ,স্টেশন রোড চত্বরে এই পথনাটিকা অনুষ্ঠিত হয়।
মূলত যত্রতত্র জল জমতে না দেওয়া,ডেঙ্গু মশার লার্ভা যাতে না হয় সেই বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করাই মূল উদ্দেশ্য।