অবতক খবর , শিলিগুড়ি : পথ পুননির্মাণ ও রক্ষণাবেক্ষণ পশ্চিমবঙ্গ সরকারের এক যুগান্তকারী পদক্ষেপ। সেই মতাবেক উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের বরুনা গ্রাম পঞ্চায়েতের অন্তগত পিএমজি এসওয়াই শংকর দেব শর্মার বাড়ি থেকে পিএমজি এসওয়াই বরুনা হাই স্কুল ভায়া মেদিনীপাড়া প্রায় ১২০০ মিটার রাস্তা নির্মাণ।
রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথেই আজ রাস্তার সূচনা প্রাক্কালে একটি ছোট্ট লোকসংস্কৃতি আয়োজন করা হয় বিভিন্ন শিল্পীরা করোনা আবহে মধ্যে রোজকার ছেড়ে ঘরমুখী হয়েছিলে মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী পথশ্রী অভিযান যেসব এলাকাগুলিতে এ রাস্তার সূচনা হবে ছোট্ট লোকসংস্কৃতি আয়োজন করতে হবে সেই নির্দেশ কে মান্যতা দিয়ে আজ একটি ছোট্ট লোকসংস্কৃতির আয়োজন করা হয়।
এদিন পথশ্রী অভিযানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের কোঃ মেন্টর অসীম ঘোষ কালিয়াগঞ্জ এর বিধায়ক তপন সিংহ জেলা পরিষদের সদস্য দধীমোহন দেব শর্মা এবং বিশিষ্ট সমাজসেবী বাপ্পা সরকার, বিশ্বজিৎ দেবর্শমা অন্যান্য বিশিষ্টজনেরা।