অবতক খবর , সংবাদদাতা , মুর্শিদাবাদ :: পবিত্র ঈদের পূর্বে মুর্শিদাবাদে লালবাগ কসাইখানা মসজিদের সামনে দাঁড়িয়ে মুর্শিদাবাদ ডিওয়াইএফআই লোকাল কমিটির পক্ষ থেকে এলাকার গরিব শিশুদের হাতে তাদের জন্য পোশাক তুলে দেওয়া হল । প্রায় 125 জন গরিব শিশুদের এই পোশাক তুলে দেন মুর্শিদাবাদ জেলা সম্পাদক ধ্রুবজ্যোতি সাহা, লোকাল কমিটির সম্পাদক রোহিত আলী মন্ডল ও ডিওয়াইএফআই অন্যান্য নেতৃত্ববৃন্দ। এই শিশুদের হাতে, তাদের ঈদ উৎসবকে আরো সুন্দর করে তুলতে মধুর করে তুলতে শিমুই ও চিনি তুলে দেন তারা।
ডিওয়াইএফআই লোকাল কমিটির সম্পাদক জানান আমরা প্রত্যেকবার গরীব শিশুদের পাশে দাঁড়াতে ধরনের অনুষ্ঠান কর্মসূচি গ্রহণ করে থাকি। এবারও ব্যাতিক্রম হয়নি তবে লকডাউন ও করনা সংক্রমণের জন্য কিছুটা হলে আমাদের বিপদ পোহাতে হচ্ছে।
মুর্শিদাবাদ জেলা সম্পাদক ধ্রুবজ্যোতি সাহা জানান ডিওয়াইএফআই গরিবদের জন্য পিছিয়ে পড়া মানুষের জন্য ও সংগঠিত করতে তাদের অধিকারের জন্য সবসময় সচেতন হয়ে লড়াই করে থাকে। তিনি এই মান করোনা ভাইরাস রোগ থেকে বাঁচতে সবাইকে সতর্ক থাকতে মাস্ক সেনিটাইজার ব্যবহার করতে আহ্বান জানান।