অবতক খবর,২৭ জানুয়ারি:পরপর দুই মেয়ে হওয়ায় গৃহবধূকে বাড়ি থেকে তাড়িয়ে দিল স্বামী-সহ পরিবার। ভাটপাড়া পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের কাঁকিনাড়ার প্রেমচাঁদ নগরে। জানা গিয়েছে, বড় মেয়ের বয়স দশ বছর এবং ছোট মেয়ের বয়স চার বছর।
অভিযোগ, দুই মেয়ে-সহ সোমবার দুপুরে দুই মেয়ে-সহ গুড়িয়া লাহিড়ীকে সোমবার দুপুরে বাড়ির বাইরে করে দেয় শ্বশুরবাড়ির লোকজন। তার পরিবার। গুড়িয়া দেবীর স্বামী সুনীল লাহেরি কাঁকিনাড়া জুটমিলের শ্রমিক। ঘটনায় ক্ষুব্ধ প্রেমচাঁদ নগরের বাসিন্দারা।।