অবতক খবর,৫ জুলাই: গতকাল হালিশহর জেঠিয়া অঞ্চল থেকে উদ্ধার হয় এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির টুকরো করা পচাগলা মৃতদেহ। আর আজ আবারও কাঁচরাপাড়া সিটি বাজার সাউথ কলোনির একটি হাই ড্রেন থেকে উদ্ধার হল আরও এক অজ্ঞাত কাটা দেহ।

এই দেখে বীজপুরবাসী প্রশ্ন তুলেছেন,কি হচ্ছে এই বীজপুরে?
লাশ দুটি দেখেই বোঝা যাচ্ছে, যেভাবে কাটা হয়েছে তা সাধারণ কেউ কাটতে পারবে না। কোন অভিজ্ঞই এইভাবে লাশদুটিকে কেটেছে।

অন্যদিকে পরপর দুদিন এইরকম দুটি কাটা লাশ উদ্ধারে নড়েচড়ে বসেছে প্রশাসন। এই দুটি ঘটনা পরস্পরের সঙ্গে যুক্ত কিনা সে বিষয়ে তদন্ত শুরু করেছে বীজপুর থানা এবং ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের আধিকারিকরা।

যেহেতু দুটি লাশের ধর পাওয়া যায়নি,সেই কারণে পরিচয় জানতে সময় লাগছে বলে পুলিশ সূত্রে খবর।