অবতক খবর,১৫ ফেব্রুয়ারী :  পরীক্ষা চলাকালিন অসুস্থ,হাসপাতালে বসেই পরীক্ষা দিলো মাধ্যমিক পরীক্ষার্থী। মাধ্যমিক পরীক্ষা শুরু হওয়ার কিছুক্ষণ পরেই হটাৎ অসুস্থ বোধ করে শামিমা। অবশেষে হরিহরপাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে পরিক্ষা দিলো শামিমা।

জানা গিয়েছে, সাহাজাদপুর হাইস্কুলের ছাত্রী শামিমা। মাধ্যমিক পরীক্ষার সিট পড়েছিল চোঁয়া বি বি পাল বিদ্যানিকেতন হাইস্কুলে।শনিবার অংক পরীক্ষা শুরু হওয়ার কিছুক্ষণ পরেই হটাৎ অসুস্থ হয়ে পড়ে শামীমা। তড়িঘড়ি নিয়া যাওয়া হয় হরিহরপাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে সেখানেই প্রাথমিক চিকিৎসার পর পরিক্ষার ব্যাবস্থা করা হয়।