অবতক খবর,৩০ আগস্ট: পরের স্ত্রীকে নিয়ে পালানোর দায়ে এক ব্যক্তির বাড়িঘর ভাঙচুরের ঘটনায় ইসলামপুর থানার গোলাপাড়া কাদিগাওয়ে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ইসলামপুর ব্লকের পন্ডিতপোতা-২ গ্রাম পঞ্চায়েতের গোলাপাড়া কাদিগাও গ্রামের বাসিন্দা মহম্মদ আলম চলতি সপ্তাহে স্থানীয় আলী হুসেনের বিবাহিত মেয়ে আজমেরাকে নিয়ে পালিয়ে গিয়েছে।

এই ঘটনাকে কেন্দ্র করে মহম্মদ আলমের বাড়িঘর ভাঙচুর লুটপাট হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র উত্তেজনা রয়েছে। এছাড়াও মহম্মদ আলম বিবাহিত এবং তাঁর পাঁচ সন্তান রয়েছে।

অন্যদিকে আজমেরার দুটি সন্তান রয়েছে। স্থানীয় বাসিন্দা থেকে গ্রাম পঞ্চায়েত স্তরের অধিকাংশই মহম্মদ আলমের এই জঘন্য কাজের নিন্দা করছে।

মহম্মদ আলমের স্ত্রী গুলজারা জানিয়েছেন, তাঁর স্বামী মহম্মদ আলম আজেমরাকে নিয়ে পালিয়ে যাওয়ার কারণে আজমেরার বাড়ির লোকজন তাঁদের বাড়িঘর ভাঙচুর করে দেড় শতাধিক আলু বোঝাই বস্তা ও ছয়টি বৈদ্যুতিক পাখা লুটপাট করে নিয়ে গিয়েছে।

বর্তমানে তাঁর স্বামী কোথায় আছে তিনি জানেন না।

অন্যদিকে আজমেরার বাবা আলী হুসেন জানিয়েছেন, আমরা কেউ ভাঙচুর লুটপাট করিনি এগুলো মিথ্যা কথা। মহম্মদ আলমের এই নিয়ে ছয় নম্বর ঘটনা।

এর একই ঘটনার অভিযোগে তাঁকে গ্রামে মাথা ন্যাড়া করে জুতোর মালা পড়িয়ে ঘোরানো হয়েছিল। তারপরও এরকম ঘটনা ঘটায় মানুষ আক্রোশে কি করেছে সে‌ বিষয়ে আমরা কিছু জানি না। পুলিশকে জানানো হয়েছে, পুলিশ আলমকে খুঁজছে।

পাশাপাশি পন্ডিতপোতা-২ গ্রাম পঞ্চায়েতের প্রধান রাজী বেগমের প্রতিনিধি মিস্টার রাশিদ বলেন, এই লোকটি এর আগেও এরকম ঘটনা ঘটিয়েছে। মহম্মদ আলমের জন্য সমাজ খারাপ হচ্ছে। এবিষয়ে এবার কড়া পদক্ষেপ গ্রহণ করতে হবে।