অবতক খবর,১২ মার্চ,পশ্চিম মেদিনীপুর: প্রত্যেক বছরের মত এ বছরও পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত মেদিনীপুর সদর ব্লকের পলাশী প্রাথমিক বিদ্যালয়ের কচিকাঁচারা কাঁচা হাতে শাকসবজি ও ফুলের রস দিয়ে তৈরি করল ভেষজ আবির! এই ভেষজ আবির নিয়ে তারা মেতে উঠল বসন্ত উৎসবে।
বসন্ত উৎসব উপলক্ষ্যে কচিকাঁচাদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। পালং শাক, ধনেপাতা, বিট, গাজর, হলুদ, পুঁইয়ের পাকা বীজ, গাঁদা ফুল ও অপরাজিতা ফুলের রস এ্যরারুটে মিশিয়ে ঘরোয়া পদ্ধতিতে তৈরি করলো আবির। নিজেদের হাতে তৈরি ভেসেছো আবির দিয়ে একে অপরকে রাঙিয়ে তোলার পাশাপাশি কচিকাঁচাদের সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল চোখে পড়ার মতো।
এই কর্মশালার মধ্যে দিয়েই কচিকাঁচাদের হাতে-কলমে শিক্ষা দেওয়া গেল যে গাছ আমাদের বন্ধু। বিদ্যালয়ের শিক্ষক মহাশয় জানান, পরিবেশ বান্ধব ও নিরাপদ বসন্ত উৎসব পালন করার লক্ষ্যে এই আয়োজন। এক কচিকাঁচা তখন নৃত্য পরিবেশন করছে “বসন্ত এসে গেছে।