অবতক খবর,১৯ ফেব্রুয়ারী : বাজেট অধিবেশনের জবাবী ভাষণের সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহা কুম্ভকে মৃত্যু কুম্ভ বলে অভিহিত করেছেন, তা নিয়ে ব্যারাকপুরের বিজেপির প্রাক্তন সাংসদ অর্জুন সিং বলেন,মমতা ব্যানার্জির হিন্দু সনাতনীর বিষয়ে কোনো কিছুই জানে না। আর কুম্ভের বিষয়ে সে কিছু জানা নেই। আর মহা কুম্ভের বিষয়ে কিছু জানা নেই আজকে তিনি নিজেকে ব্রাহ্মণ প্রমাণ করতে চাইছে।
পশ্চিমবঙ্গের জনতা সবকিছু বিশ্বাস করতে পারে। কিন্তু মমতা ব্যানার্জি ব্রাহ্মণ এটা কেউ বিশ্বাস করতে পারে না। কারণ মমতা ব্যানার্জিকে মুসলিম এবং জিহাদীদের নেতা বলে জানে। মমতা ব্যানার্জি হিন্দু নয়, যেভাবে ভারতবর্ষে ওরঙ্গজেব ভারতবর্ষ থেকে হিন্দুত্ব শেষ করার পরিকল্পনা করেছিলেন, শিবাজী মহারাজ কে যেভাবে অত্যাচার করা হয়েছিল তার ইতিহাস যদি আপনারা জানেন এবং হিন্দুত্বের উপরে যেভাবে অত্যাচার হয়েছিল ঠিক সেই ভাবেই আজকে পশ্চিমবঙ্গের উপর মমতা ব্যানার্জি অত্যাচার করছে।