অবতক খবর,২৯ জুলাইঃ কর্ম ক্ষেত্রে দীর্ঘ বঞ্চনা ও স্বল্প মজুরি সহ বিনা পারিশ্রমিকে কাজ করিয়ে নেওয়া ছাড়াও হেনস্থা, নিপীড়নের মত অভিযোগ তুলে ও সরকারি কর্মীর স্বীকৃতি সহ মাসিক ২১ হাজার টাকা বেতনের দাবি সহ একাধিক দাবিতে শুক্রবার দুপুরে পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের পক্ষ থেকে নদীয়ার কৃষ্ণনগরে সি এম ও এইচ দপ্তরের সামনে এক বিক্ষোভ কর্মসূচি পালন করলেন আশা কর্মীরা।
এছাড়াও এই দিন রাজ্যজুড়ে আশা কর্মীরা কর্ম বিরতি পালন করেন। এই দিন কৃষ্ণনগর সদর হাসপাতাল মোড়ে প্রথমে জমায়েত হওয়ার পর আশা কর্মীরা একজোট হয়ে পৌঁছান সিএম ভবনের সামনে। সেখানেই বিক্ষোভ আন্দোলন কর্মসূচিতে যোগদান করেন তাঁরা। তাদের দাবি মেনে অবিলম্বে ব্যবস্থা গ্রহণ না করা হলে আগামীদিনে আরো বড় আন্দোলনের পথে হাঁটবেন পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের সদস্যরা বলে এই দিন জানান বিক্ষোভকারীরা।