অবতক খবর , সংবাদদাতা , মুর্শিদাবাদ :- পশ্চিমবঙ্গ তৃণমূল প্রার্থী শিক্ষক সমিতির উদ্যোগে রাজ্যের বিভিন্ন জেলাতে সভা অনুষ্ঠিত হচ্ছে।
আজ বহরমপুর রবীন্দ্র সদনে পার্শ্বশিক্ষকদের যে বেতন কাঠামো এবং বর্তমান পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন জানানো হবে।
এছাড়াও করণা পরিস্থিতিতে ব্লক নেতৃত্বদের ডাকা হয়েছে। প্রায় মুর্শিদাবাদ জেলায় ৫৭০০ জন পার্শ্বশিক্ষক আছেন যারা দীর্ঘদিন ধরেই এই পেশার সঙ্গে যুক্ত , প্রাথমিক এবং উচ্চ প্রাথমিকে জানালেন রাজ্য সভাপতি পশ্চিমবঙ্গ তৃণমূল শিক্ষক সমিতি রমিউল সেখ।
এই সভায় উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলা তৃণমূলের জেলা সভাপতি আবু তাহের খান , প্রাথমিক শিক্ষা সংসদের প্রাক্তন চেয়ারম্যান দেবাশীষ বৈশ্য ও পার্শ্বশিক্ষক শিক্ষিকা বৃন্দ।