নরেশ ভকত :: অবতক খবর :: বাঁকুড়া ::    বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতাল থেকে বাঁকুড়া মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করে ৫ মাসের শিশু কন্যাকে। শিশুটিকে বাঁকুড়া মেডিকেল কলেজে নিয়ে আসতেই শিশুটিকে চিকিৎসারা মৃত বলে ঘোষনা করেন। এর পরই উত্তেজনা ছড়ায়।

শিশুর পরিবারের লোকজন চিকিৎসকদের ছবি মোবাইল বন্দি করতে গেলে চিকিৎসাকদের সাথে বচসার সৃষ্টি হয়। শিশুটির বাবা রাজীব রায় বিষ্ণুপুর শহরের কৃষ্ণগঞ্জ এলাকার বাসিন্দা। তিনি বিষ্ণুপুর থানায় সিভিক পুলিশ হিসেবে কর্মরত বলে জানা গেছে। হামলার অভিযোগ তুলে শিশু বিভাগের চিকিৎসকরা মৃত শিশুর বাবা রাজীব বাবুকে ও পরিবারের আর একজন কে আটকে রাখে। এবং পরে পুলিশের হাতে তুলে দেন। নিমেষে হাসপাতাল চত্ত্বরে উত্তেজনা ছড়িয়ে পড়ে।পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়। চিকিৎসারা এই ঘটনার প্রতিবাদে কর্ম বিরতিতে নামেন।

এস,ডি,এফের সাধারণ সম্পাদক ডাঃ সজল বিশ্বাস জানান, এই করোনা পরিস্থিতিতে চিকিৎসকদের ওপর আজ যে আক্রমণ করা হল তা নিন্দনীয়। তিনি দোষীদের শাস্তির দাবী তুলে বলেন, এই শিশুটি হাসপাতালে আনার পথেই প্রাণ হারান। সেই শিশুর ডেথ সার্টিফিকেট চেয়ে পরিবারের লোকজন শিশু বিভাগের চিকিৎসকদের ওপর হামলা করেন। তার জেরেই উত্তেজনা ছড়ায় হাসপাতালে। তিনি প্রশাসনের কাছে চিকিৎসকদের নিরপত্তার দাবী তোলেন।