অবতক খবর,সংবাদদাতা,১৫ জুলাই :: করোনা মহামারির বাড়বাড়ন্তের সময়, কো ভ্যাকসিন দেওয়া হয়েছে সকলকেই।তাঁরপরেই থমকে গিয়েছিল করোনার বাড়বাড়ন্ত, কিন্তু ফের নতুন করে চোখ রাঙাচ্ছে করোনা।একই উপসর্গ নিয়ে বাড়ছে সংক্রমনের সংখ্যা। তাঁর মধ্যেই শুরু হল বুস্টার ডোজ দেওয়ার কাজ।এদিন পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে অনেককেই বুস্টার ডোজ নিতে দেখা যায়।
পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে প্রতিদিন ৩০০ জনকে এই বুস্টার ডোজ দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।বুস্টার ডোজ দেওয়ার প্রথম দিনে প্রায় ৩০০ র অধিক মানুষকে লাইনে দাঁড়াতে দেখা গেছে পাশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে।
বুস্টার ডোজ নিতে এসে সাধারণ মানুষ জন বলেন, আগে আমাদের টাকা দিয়ে ডোজ নিতে হতো আজ বিনামূল্যে করোনার বুস্টার ডোজ নিচ্ছি সুপার স্পেশালিটি হাসপাতাল থেকে, তাই অত্যন্ত খুশি আমরা। নির্ভয়ে আমরা করোনার ভ্যাকসিন বুস্টার ডোজ নিয়েছি।