অবতক খবর ,অভিষেক দাস,মালদা:- পাকা রাস্তার দাবিতে মানিকচক ব্লক প্রশাসনিক ভবনের সামনে অবস্থান বিক্ষোভে বসলো গ্রামবাসীরা।শুক্রবার দুপুর নাগাদ হাতে প্ল্যাকার্ড নিয়ে মানিকচক ব্লক দপ্তরের সামনে চালাতে থাকে বিক্ষোভ। একটাই দাবী শ্লোগান তুলতে থাকে ,পাকা রাস্তা করে তুলতে হবে। যদিও পরে পুলিশ ও ব্লক প্রশাসনের কর্তারা দীর্ঘক্ষন কথা বলে আশ্বাস দিলে বিক্ষোভ তুলে নেয় গ্রামবাসীরা।

মানিকচক ব্লকের দক্ষিণ চন্ডিপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত রয়েছে পশ্চিম নারায়নপুর ও মহেন্দ্র টোলা এলাকা।এই এলাকার রাস্তা বর্তমানে চরম দুর্বিষহ অবস্থায় রয়েছে।প্রতিনিয়তঃ রাস্তার জন্য ঘটছে দুর্ঘটনা বলে অভিযোগ এলাকাবাসীর। পাকা রাস্তা কবে হবে কিছুই তারা বুঝে উঠতে পারছেন না। গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষ কোনো হেলদোল দেখাচ্ছে না। এই অবস্থায় গ্রামবাসীরা মহিলা-পুরুষ একত্রিত হয়ে এদিন একটি মিছিল করে মানিকচক ব্লক দপ্তরের সামনে এসে হাজির হয়।

কয়েকশো মানুষ নিজেদের দাবী দাওয়ার প্ল্যাকার্ড নিয়ে স্লোগান চালাতে থাকে। অবস্থান বিক্ষোভের জেরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ব্লক প্রশাসনিক ভবন চত্বরে। ঘটনার খবর পেয়ে ছুটে আসে মানিকচক থানার বিশাল পুলিশবাহিনী।পরে ব্লক প্রশাসনের আধিকারিকরা আশ্বাস দিলে বিক্ষোভ তুলে নেন গ্রামবাসীরা।