অবতক খবর নিউজ ব্যুরো :: ১৭ই,ডিসেম্বর :: নয়াদিল্লি :: পাকিস্তানের আদালতে প্রাক্তন প্রেসিডেন্ট পরভেজ মুশারফের মৃত্যুদণ্ডের আদেশ ঘোষিত হলো । ২০১৩ সালে থেকে পরভেজ মুশারফের বিরুদ্ধে পাকিস্তানে চলছে এই দেশদ্রোহিতা মামলা। ২০১৪ সালের ৩১ মার্চেই পাকিস্তানের প্রাক্তন প্রেসিডেন্টকে দোষী সাব্যস্ত করে পাক আদালত।
সেপ্টেম্বরে তাঁর বিরুদ্ধে সমস্ত প্রমাণ পেশ করা হয় আদালতে। এদিকে, সেই সময় থেকে পাকিস্তান ছেড়ে দেশের বাইরে ছিলেন পরভেজ মুশারফ। দুবাইতে তাঁর হৃদরোগের চিকিৎসা চলছিল সেই সময় থেকেই।
এখনও তিনি রয়েছেন দেশের বাইরে। একসময়ে পাকিস্তানের ঐতিহাসিক অভ্যুত্থানের নায়ক পরভেজ মুশারফকে ঘিরে পাক আদালতের এমন রায় রীতিমতো তোলপাড় ফেলে দিয়েছে।
পরভেজ মুশারফ বহুদিন ধরেই দাবি করছিলেন যে গোটা মামলাটিই ভিত্তিহীন বলে বহু দিন ধরেই দাবি করেন পাকিস্তানের প্রাক্তন প্রেসিডেন্ট। এক সাক্ষাৎকারে তিনি দুঃখ প্রকাশ করে বলেছিলেন যে পাকিস্তানের জন্য তিনি ১০ বছর লড়াই করেন। লড়াইয়ের পরও পাকিস্তানের আদালতে তাঁর পক্ষের কথা শোনা হয়নি।