অবতক খবর,২১ সেপ্টেম্বর: জলপাইগুড়ি শহরের উপকন্ঠে ফের উদ্ধার হলো একটি বার্মিজ পাইথন। জানা গেছে জলপাইগুড়ি সদর ব্লকের বাহাদুর গ্রামপঞ্চায়েতের শুকুর পাড়া এলাকায় স্থানীয় বাসিন্দারা দেখতে পায় একটি গাছ থেকে পাখির দল চিৎকার করছে। কাছে গেলে তারা দেখতে পান একটি বিশাল সাইজের অজগর সাপ গাছের মগডালে উঠেছে। সেখানে পাখির বাসায় থাকা ছানা গুলিকে এক এক করে গিলে খাচ্ছে।
আর তা দেখে পাখি গুলি চিতকার করছে। এরপর গ্রামবাসীরা খবর দেন গ্রীন জলপাইগুড়ি সেচ্ছাসেবী সংগঠনে। সেখান থেকে টিম নিয়ে যান সম্পাদক অঙ্কুর দাস। এরপর স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় গাছের প্রায় ৫০ ফুট উপরে উঠে ডাল কেটে অজগর সাপটিকে নিচে নামায়। এরপর অক্ষত অবস্থায় উদ্ধার করে বনদপ্তরের হাতে তুলে দেয় বলে জানা গেছে। জলপাই শহর ও সংলগ্ন এলাকায় ঘন ঘন পাইথন উদ্ধারে চাঞ্চল্য ছড়িয়েছে।