অবতক খবর,২৪ জুনঃ প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী আজ সাংবাদিক বৈঠক থেকে তিনি পাটনার বিরোধী নেতাদের বৈঠককে গুরুত্ব দিতে নারাজ। তিনি বলেন পশ্চিমবঙ্গে আমরা জোট তৃণমূল বিরুদ্ধে লড়াই করব। মমতা নিজে অপরাধী মমতা নিজে চোর তার কাছে ধর্মের বাণী আমরা শুনবো না। অধীর রঞ্জন চৌধুরী বলেন এই মুহূর্তে না তৃণমূল পার্টি না তৃণমূল সরকারের মাথায় মমতা ব্যানার্জি নাই, সেখানে আছে খোকাবাবু।

মমতা একজন সিম্পল ভার্চুয়াল চিফ মিনিস্টার, অরজিনাল চিফ মিনিস্টার খোকাবাবু বললেন অধীর। সেই কারণে অধীর বলেন মমতা ব্যানার্জির কথায় না আছে ডান না আছে বাম, ওনার এই গুরুত্বহীন কথার আমরা কোন মূল্য দিতে চাই না। অধীর বলেন এতদিন কংগ্রেসকে পচা ডোবা মনে হচ্ছিল এখন কি কারনে রাহুল গান্ধী কেমন আছে? জিজ্ঞাস করার প্রয়োজন হল তার।

অধির আজ সাংবাদিক বৈঠক থেকে বললেন মমতা ব্যানার্জি বুঝতে পেরেছেন হাল যে দিকে যাচ্ছে আগামী দিন কংগ্রেসের তাই কংগ্রেসকে এখন থেকে ম্যানেজ করে রাখি। অধীর রঞ্জন চৌধুরী সাংবাদ িক বৈঠক থেকে একটি প্রশ্ন তুলেন যে আগে ফয়সালা হোক এ বাংলার মুখ্যমন্ত্রী কে? মমতা ব্যানার্জি না খোকাবাবু। সারা বাংলা আজ কোন পথে চলেছে তার কথা বলা হোক। ভারতবর্ষ থেকে বিজেপিকে পদচিত করার লড়াই রাহুল গান্ধী কন্যাকুমারী থেকে কাশ্মীর পর্যন্ত পদযাত্রা করেছেন।

অধীর বলেন হিমাচল ,কর্ণাটক জয়ী করেছেন মধ্যপ্রদেশে জয়ী হব ছত্রিশগড় রাজস্থানে আমরা আবার ক্ষমতায় থাকবো বললেন অধীর। তিনি আরো বলেন পশ্চিমবঙ্গে সুষ্ঠুভাবে নির্বাচন হোক দেখুন কে শক্তিশালী কার দিকে মানুষের রায় আমরাতো বলছি পশ্চিমবঙ্গে কংগ্রেস শক্তিশালী এখন তাই মমতা ব্যানার্জিকে সবাইকে ম্যানেজ করতে হচ্ছে। আপনি যদি শক্তিশালী হতেন তাহলে বাংলায় সন্ত্রাস করতেন না আপনি জানেন সন্ত্রাস ছাড়া বাংলায় আপনি জয়লাভ করতে পারবেন না মানুষ আপনার বিরুদ্ধে চারণ করতে শুরু করেছে বললেন অধীর রঞ্জন চৌধুরী।