অবতক খবর,২ আগস্ট:পাট চাষীদের সমস্যা গুলি সমাধান করতে কৃষি বিভাগ এর আতমা প্রকল্প একটি সমাধানসূত্র নিয়ে কৃষকের দুয়ারে হাজির কৃষি দপ্তর। যন্ত্রচালিত পাট রিবোনার এমন একটি মেশিন এনেছে কৃষি দপ্তর। যার দ্বারা কাঁচা পাট থেকে প্রথমত আঁশ বের করে নেওয়া হয়, দ্বিতীয়ত সেই আঁশ অল্প জলে (সরাসরি মাটি/ কলার কান্ড না চাপিয়ে) ক্রিজাফ সোনা পাউডার দিয়ে পচিয়ে নিয়ে সোনালী তন্তু বের করা হয়। যার ফলে পাট চাষীদের মধ্যে নতুন উদ্যম দেখা দিয়েছে।
সমস্ত ব্যবস্থাপনায় সহ কৃষি অধিকর্তার করণ এবং কৃষি তথ্য ও উপদেষ্টা কেন্দ্র, বংশিহারি ব্লক, দক্ষিণ দিনাজপুর। কৃষি দপ্তরের এই অভিনব উদ্যোগে খুশি দক্ষিন দিনাজপুর জেলার বংশিহারি ব্লকের কৃষকরা।