অবতক খবর,২২ মার্চ: পাণ্ডবেশ্বরে সর্বপ্রথম অনুষ্ঠিত হল, বৃহত্তাকারে বিশেষভাবে সক্ষম ছাত্র-ছাত্রী ও সাধারণ মানুষের মধ্যে হুইলচেয়ার ও ট্রাই সাইকেল বিতরণ কর্মসূচি। পাণ্ডবেশ্বর বিধানসভার পাণ্ডবেশ্বর পঞ্চায়েত সমিতি ও দুর্গাপুর ফরিদপুর পঞ্চায়েত সমিতির সহযোগে কুমারডিহি চাঁদের হাট কমিউনিটি হলে এই কর্মসূচিটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে পাণ্ডবেশ্বর বিধায়ক নরেন্দ্র নাথ চক্রবর্তী সকলের হাতে এই হুইল চেয়ার গুলি তুলে দেন ।তিনি জানান এলাকার বহু প্রাইমারি স্কুল রয়েছে যেখানে হ্যান্ডিকাপ বাচ্চারা পড়াশুনা করে তাছারা এলাকায় এরকম আর অনেকে রয়েছে তাদের মধ্যে আজকে ১৫০ জন বাচ্চাদের এই সাইকেল গুলি তুলে দেওয়া হল ।

ছাড়াও উপস্থিত ছিলেন, দুর্গাপুরের মহুকুমা শাসক সৌরভ চ্যাটার্জি মহাশয়, পাণ্ডবেশ্বর ব্লকের BDO হাজরা ও দুর্গাপুর ফরিদপুর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক অর্ঘ্য মুখোপাধ্যায়, দুই ব্লকের পঞ্চায়েত সমিতি সভাপতি সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।